ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ইসরাইলের বহু এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান

ইসরাইলের বহু এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে সম্প্রতি প্রতিশোধমূলক ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ইসরাইলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল তেহরান। যে হামলায় নিজেদের সফল ঘোষণা করেছেন ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডারের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। তার মতে, হামলায় ইরানের উল্লেখযোগ্য সংখ্যক এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা।

বুধবার তেহরানে এক সম্মেলনে বক্তৃতাকালে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন, গত ১ অক্টোবর ট্রু প্রমিজ ওও অপারেশনে ইসরাইলি সরকারের বিরুদ্ধে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান তার ৯০ শতাংশ সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ক্ষেপণাস্ত্র হামলার সফলতার রহস্যের কথা জানিয়ে জাব্বারি বলেন, আইআরজিসি ইসরাইল সরকারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একযোগে ‘সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ অভিযান’ চালিয়েছিল, যাতে ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। জেনারেল আরও বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ইসরাইলি সরকারের গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং এফ-৩৫ ফাইটার জেটের হ্যাঙ্গারে আঘাত করেছে। যার ফলে যুদ্ধবিমানগুলির একটি উল্লেখযোগ্য সংখ্যক বিস্ফোরণে ধ্বংস হয়েছে। আর এটা তারা করতে পেরেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের উন্নত নিরাপত্তা বলয় থাকার পরও।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে বাস উল্টে খাদে,আহত ২৩

জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সুশৃঙ্খল মানুষেরা সফল হয় কেন?

আওয়ামী লীগ এদেশে ভোটের গণহত্যা করেছিল: জামায়াত আমির