ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী কিয়েভসহ ইউক্রেনের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে এসব হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেনীয় বিমান বাহিনী এই তথ্য প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাজধানীতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তখন তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করায় নিযুক্ত ছিলেন। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৭টার আগে কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনতে পেয়েছেন তারা।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, রাশিয়ার হামলার সময় তা প্রতিরোধে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিযুক্ত ছিল। তবে এ হামলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। ওইদিন সকাল ৬টার দিক থেকে বিমান হামলার সতর্কতার অধীনে ছিল পুরো ইউক্রেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির সম্পর্কে টেলিগ্রামে দেশবাসীকে সতর্ক করেছিল ইউক্রেনীয় বিমান বাহিনী। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ বলেছেন, অঞ্চলটির প্রশাসনিক কেন্দ্র খারকিভ শহরের অনাবাসিক অবকাঠামোতে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

আরও পড়ুন

তবে সেখানে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি-না এ বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক