ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

৪ বিচারপতির গাড়িতে হামলা; আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা 

৪ বিচারপতির গাড়িতে হামলা; আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা 

নিউজ ডেস্ক: চলমান আন্দোলনকে কেন্দ্র করে কারফিউ পরিস্থিতিতে সারা দেশের সব আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

রবিবার (৪ আগস্ট) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনা সংক্রান্তে বাংলাদেশের প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত নির্দেশনা দিয়েছেন।

১. বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ও এর সব দফতর ও শাখাগুলো যথারীতি বন্ধ থাকবে।

২. বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ও এর সব দফতর ও শাখাগুলো যথারীতি বন্ধ থাকবে।

আরও পড়ুন

৩. এছাড়াও দেশের সব অধস্তন আদালতগুলোর বিচারিক কার্যক্রম ও এর সব দফতর শাখাগুলো যথারীতি বন্ধ থাকবে এবং

৪. প্রধান বিচারপতি জরুরি বিষয়ে প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে বিচারকার্য পরিচালনা শেষে বাড়ি ফেরার পথে মৎস্যভবন সংলগ্ন এলাকায় সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াত চৌধুরীসহ মোট চার জন বিচারপতির গাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে কোর্ট প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা

সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা