ভাঙচুরের কবলে প্রধান বিচারপতির বাসভবন
নিউজ ডেস্ক: বিক্ষোভকারীদের দখলে প্রধান বিচারপতির বাসভবন। এসময় ভাঙচুর চালাচ্ছেন বিক্ষোভকারীরা। সোমবার বিকেল ৫টার দিকে এ ভাঙচুর চালানো হয়।
জানা যায়, জনতা দেয়াল টপকে ১৯ হেয়ার রোডে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়েন। তারপর বাসভবনে ভাঙচুর চালান। এ সময় বাসভবনের ভেতর থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন।
প্রধান বিচারপতির বাসভবন ছাড়াও ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন, ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়েও আগুন দিয়েছেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন
মন্তব্য করুন