ভিডিও

বাংলাদেশ থেকে সরে গেলো আরেকটি টুর্নামেন্ট

প্রকাশিত: সেপ্টেম্বর ০৯, ২০২৪, ০৪:১৮ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৯, ২০২৪, ০৪:১৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ থেকে সরে গেলো কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপও। ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর ৪০ দেশের অংশগ্রহণে ঢাকায় হচ্ছে না এই টুর্নামেন্ট। 

বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে সামগ্রিক অবস্থা দেখে কিছু দিন আগেই সেই চ্যাম্পিয়নশিপের ভেন্যু বদলে দক্ষিণ আফ্রিকার ডারবানে নেওয়া হয়েছে। ভেন্যু বদলে যাওয়ার পাশাপাশি প্রতিযোগিতার দিনক্ষণও বদলে গেছে। এখন ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর নির্ধারণ হয়েছে এর সূচি। 

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের নতুন ভেন্যু প্রসঙ্গে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য আগেই ভেন্যু সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেও ঢাকায় ভেন্যু রাখতে পারিনি। এখন দক্ষিণ আফ্রিকায় গিয়ে আমাদের খেলাও অনিশ্চিত। আর্থিক বিষয়ে আগে সাধারণ সম্পাদক সহায়তা করতেন, তিনিও এখন নেই। ফলে অংশগ্রহণ বেশ কঠিন।’ 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS