ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

চার গোলের ম্যাচেও জিতেনি জার্মানি-নেদারল্যান্ডস

চার গোলের ম্যাচেও জিতেনি জার্মানি-নেদারল্যান্ডস, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগে মঙ্গলবার রাতে মুখোমুখি হয় নেদারল্যান্ডস ও জার্মানি। হাইভোল্টেজ এই ম্যাচে কেউ জয় পায়নি। ২-২ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল। উভয় দল প্রথম ম্যাচে জয় পেয়েছিল। পরের ম্যাচটি ড্র করে ৪ পয়েন্ট নিয়ে ‘এ ৩’ গ্রুপের পয়েন্ট টেবিলে জার্মানি শীর্ষে ও নেদারল্যান্ডস আছে দ্বিতীয় স্থানে।

ঘরের মাঠে নেদারল্যান্ডস অবশ্য শুরুতেই এগিয়ে গিয়েছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই তিজানি রেইজেন্ডারস গোল করেন। ৩৮ মিনিটের মাথায় জার্মানির ডেনিজ উনদাভ গোল করে সমতা ফেরান। শুধু তাই নয়, ৪৫+৩ মিনিটের মাথায় অধিনায়ক জশুয়া কিমিখের গোলে লিডও নেয় তারা। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানরা। অবশ্য বিরতির পর সমতা ফেরাতে বেশি সময় নেয়নি নেদারল্যান্ডর। ম্যাচের ৫০ মিনিটের মাথায় ডেঞ্জেল ডামফ্রিস গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ। আগামী মাসে তৃতীয় ম্যাচে জার্মানি লড়বে বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে। আর নেদারল্যান্ডস লড়বে হাঙ্গেরির বিপক্ষে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা

সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা