ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

বায়ার্নের গোল উৎসবে হ্যারি কেনের হ্যাটট্রিক

বায়ার্নের গোল উৎসবে হ্যারি কেনের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক : ক্লাবের ১২৩ বছরের ইতিহাসে প্রথম বারের মতো বুন্দেসলিগায় উঠেছে হলস্টেন কিয়েল। হফেইনহেম ও উলফসবার্গের বিপক্ষে হেরে ভুলে যাওয়ার মতো লিগ শুরু হয়েছিল তাদের। টানা তৃতীয় ম্যাচে দলটি বিধ্বস্ত হলো বায়ার্ন মিউনিখের কাছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) নবাগত হলস্টেনকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা। জামাল মুসিয়ালার লিডসূচক গোলের পর হ্যাটট্রিক পূরণ করেন হ্যারি কেন। সবক’টি ম্যাচ হারায় লিগ টেবিলের তলানিতে অবস্থান হলস্টেনের। বিপরীতভাবে ৩ ম্যাচের সব কটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বায়ার্ন। হলস্টেন স্টেডিয়নে মাত্র ১৫ সেকেন্ডের মাথায় জালের দেখা পায় বায়ার্ন।

এই গোলের মাধ্যমে জামাল মুসিয়ালা হন বুন্দেসলিগায় বায়ার্নের তৃতীয় দ্রুততম গোলদাতা। হ্যারি কেন প্রথম গোল করেন এর ৬ মিনিট পর। বিরতির আগে পার্থক্য দাঁড়ায় ৪-০, হলস্টেনের নিকোলাই রেমবার্গের ভুলে তৃতীয় গোলটি আত্মঘাতী।

আরও পড়ুন

৪৩ মিনিটে আরেকটি গোল পান কেন। ৬৫ মিনিটে আলফনসো ডেভিসের ডি বক্সের বাইরে থেকে নেয়া শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন হলস্টেনের গোলরক্ষক। ডানপ্রান্তে ফিরতি বল পান মাইকেল অলিস। মুহূর্তের মধ্যেই বল জালে জড়ান তিনি। হলস্টেন একমাত্র গোলটি করে ম্যাচের ৮২ মিনিটে।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন হ্যারি কেন। বায়ার্নের জার্সিতে এটা তার পঞ্চম হ্যাটট্রিক। এই ক্লাবের হয়ে অর্ধশত গোলের মাইলফলক ছুঁতে তার দরকার আর এক গোল। টটেনহ্যাম থেকে গত বছর দলবদল করার পর জার্মানিতে ইংলিশ অধিনায়ক ৪৯ ম্যাচে করেছেন ৪৯ গোল, অ্যাসিস্ট ১৫টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ছয় হাজার টাকার ব্যাটারির জন্য হত্যা 

ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা

নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে 

শেষ মুহূর্তের গোলে পয়েন্ট ভাগাভাগি চেলসির

ওভারটেক করতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

ডেসটিনি’র এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড