লেভানডভস্কির হ্যাটট্রিকে বার্সা’র জয়
স্পোর্টস ডেস্ক : লা লিগার ম্যাচে আলাভেসকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলটির হয়ে হ্যাটট্রিক করেছেন পোলিশ স্ট্রাইকার রর্বাট লেভানডভস্কি।
ম্যাচের ৩২ মিনিটেই হ্যাটট্রিক করে ফেলেন লেভা। পরে আর গোল করতে পারেনি বার্সা। আলাভেস পারেনি প্রথমার্ধে খাওয়া গোল শোধ করতে। তবে ১১টি কর্ণার আদায় করে নিয়ে বার্সাকে বারবার চাপে ফেলেছে তারা। গোলে শটও নিয়েছে বেশ কিছু। ম্যাচের ৭ মিনিটে লেভানডভস্কি প্রথম গোল করেন। ২২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি। ৩২ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। তার করা তিন গোলের দুটিতে সহায়তা দিয়েছেন রাফিনহা। মৌসুমে এ নিয়ে লেভা ১১ ম্যাচে ১২ গোল করেছেন, যার ১০টি এসেছে লিগে।
আরও পড়ুনমন্তব্য করুন