তাসকিনও শোনালেন স্কিল উন্নতির কথা
স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পর টাইগার অধিনায়ক শান্ত বলেছিলেন, আমাদের স্কিলের উন্নতি করতে হবে। দ্বিতীয় ম্যাচে হারের পর একই কথা বললেন পেসার তাসকিন আহমেদ।
ভারতের দেওয়া ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩৫ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। ৮৬ রানের বড় হারে ম্যাচের পাশাপাশি সিরিজও হাতছাড়া হল টাইগারদের। বুধবার (৯ অক্টোবর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন টাইগার পেসার তাসকিন। সেখানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের উন্নতি না করার কারণ জানালেন তিনি। সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আমাদের স্কিল আরও উন্নত করতে হবে এবং ভালো উইকেটে খেলতে হবে। স্কিলের উন্নতির জন্য আশা আর চেষ্টা করা ছাড়া আমাদের হাতে কিছু নেই।’
ভারতের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তাসকিন বললেন, এমন বড় টার্গেটের ম্যাচে টপ অর্ডারদের ভালো শুরু করতে হয়। তারা ব্যর্থ হলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। টাইগার পেসার বলেন, ‘টপ অর্ডার ব্যর্থ হলে ম্যাচে ফেরা অনেক কঠিন হয়ে যায়। আমাদের ৮০ ভাগ খেলোয়াড় ভালো খেললেই কেবল আমরা জয়ের আশা করতে পারি। আমরা এমন দল নই, যেখানে দু-একজন ভালো খেললেই জিতে যাব।’
আরও পড়ুনবাংলাদেশ ও ভারতের মধ্যে পার্থক্যটা কোথায় সেটাও বললেন তাসকিন। তিনি বলেন, ‘ভারতের হাই-স্কোরিং ম্যাচ খেলার অভ্যাসের তুলনায় আমরা অনেক পিছিয়ে। ওরা নিয়মিতই ২০০-২২০ রান তোলে। অথচ আমরা ১৩০-১৪০ রানের মধ্যেই সীমাবদ্ধ থাকি। পাওয়ার, টেকনিক এবং ব্যাটিং সামর্থ্যে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে।’
মন্তব্য করুন