ভিডিও

রাজশাহীতে তাসকিন, ঢাকায় লিটন– প্রথম সেটে যেমন হলো ড্রাফট

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ১২:১৭ দুপুর
আপডেট: অক্টোবর ১৪, ২০২৪, ০৬:২৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ। গত আসরের চার দলের সঙ্গে নতুন করে তিন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে এবার। শক্ত দল গড়তে সাত ফ্র‌্যাঞ্চাইজি এই ড্রাফটে অংশ নিয়েছে। যেখানে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়বে দলগুলো।এরইমাঝে শেষ হয়েছে প্রথম সেটের ড্রাফট। এই সেটে ছিলেন স্থানীয় খেলোয়াড়রা। তাতে সবার আগে ডাক পেয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তাকে দলে টেনেছে দুর্বার রাজশাহী। এরপরেই লিটন দাসকে নেয় ঢাকা ক্যাপিটালস। বড় খেলোয়াড়ের পেছনে যায়নি চট্টগ্রাম কিংস। 

সেট ১ - রাউন্ড ১ 

তাসকিন আহমেদ- দুর্বার রাজশাহী 
লিটন কুমার দাস - ঢাকা ক্যাপিটালস 
শামীম হোসেন পাটোওয়ারী - চিটাগাং কিংস 
হাসান মাহমুদ - খুলনা টাইগার্স 
নাহিদ রানা - রংপুর রাইডার্স 
রনি তালুকদার - সিলেট স্ট্রাইকার্স 
মাহমুদউল্লাহ রিয়াদ - ফরচুন বরিশাল 

সেট ১ - রাউন্ড ২ 
তানভির ইসলাম - ফরচুন বরিশাল 
মাশরাফি বিন মর্তুজা - সিলেট স্ট্রাইকার্স 
সাইফ হাসান - রংপুর রাইডার্স 
নাইম শেখ- খুলনা টাইগার্স 
পারভেজ ইমন - চিটাগাং কিংস 
হাবিবুর রহমান সোহান - ঢাকা ক্যাপিটালস 
জিসান আলম- দুর্বার রাজশাহী



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS