শীর্ষে আর্জেন্টিনা-পাঁচে ব্রাজিল, উন্নতি বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক বিরতি শেষ হতেই ফিফা আন্তর্জাতিক ফুটবলের র্যাঙ্কিং হালনাগাদ করেছে। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের কোন ম্যাচ ছিল না। ম্যাচ না খেলেই ফিফা র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে বাংলাদেশর বর্তমান র্যাঙ্কিং ১৮৫।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে তারা বলিভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে। তবে বৃষ্টি জমা মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের সমতা করে। তারপরও শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। তবে কমেছে কিছু পয়েন্ট। অন্য দিকে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল দুই ম্যাচেই জয় পেয়েছে। পূর্বের মতো র্যাঙ্কিংয়ে সেলেসাওরা পাঁচে থাকলেও ১২ পয়েন্ট বেড়েছে দলটির। চারে থাকা ইংল্যান্ডের সঙ্গে কমেছে ব্যবধান। পর্তুগাল ও ইতালি একধাপ করে এগিয়ে যথাক্রমে ৭ ও ৯ এ উঠেছে। জার্মানি দুইধাপ এগিয়ে ১১তে অবস্থান করছে।
আরও পড়ুনমন্তব্য করুন