ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

অধিনায়ক হিসেবে যার কথা ভাবছেন বিসিবি সভাপতি

অধিনায়ক হিসেবে যার কথা ভাবছেন বিসিবি সভাপতি, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : অনেক দিন ধরেই ফর্মে নেই বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ নিয়ে পড়েছেন চরম সমালোচনার মুখে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারিতে জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পান শান্ত। 

শান্ত অধিনায়কের দায়িত্ব গ্রহণের পর টেস্ট ও টি-টোয়েন্টিতে তার রানের গড় কমেছে, তবে বেড়েছে ওয়ানডেতে। তার নেতৃত্বে পাকিস্তানে দল সফল হলেও ব্যাট হাতে অধারাবাহিক। এছাড়া ভারত সফরে দল ধবলধোলাই ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে হারের কারণে কাঠগড়ায় শান্ত। এরই মাঝে তার অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। জানা গেছে, নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়াতেই অধিনায়কত্ব ছাড়ার মৌখিক সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। এদিকে শান্ত সরে গেলে পরবর্তী অধিনায়কের আলোচনায় থাকবেন বেশ কয়েকজন।

আরও পড়ুন

তবে সবচেয়ে বেশি এগিয়ে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিসিবি সভাপতি ফারুক আহমেদও গণমাধ্যমের সঙ্গে আলাপে তেমনটি জানালেন। চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘অবশ্য মিরাজ ইজ ওয়ান, কেন সেটা জানেন। সে তিন ফরম্যাটে খেলছে। দুইটা ফরম্যাট তো কনফার্ম খেলে। সে অনূর্ধ্ব ১৯ দলেরও অধিনায়ক ছিল।’ এর আগে শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে ফারুক বলছিলেন, ‘কোনো প্রেসের সঙ্গে নাজমুল এই ব্যাপারে কথা বলেছে কি না আমি জানি না। স্যোশাল মিডিয়ার যুগে অনেক সময় ওদের স্ট্রেস কাজ করে। যে কোনো নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এমন কিছু হলে বাইরে কথা না বলে সরাসরি কথা বলা ভালো। যদি এমন কিছু হয় তাহলে ছাড়তে চায় বা এমন কিছু অনুভব করে তাহলে সরাসরি অপারেশন বিভাগ কিংবা পরিচালক বা বোর্ড সভাপতিকে জানাতে পারে। যদি সে কন্টিনিউ করতে না পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি