মজার মজার কৌতুক
১.
শিক্ষক: আমি যদি তোমাকে দুটো বিড়াল আর চারটে কুকুর দিই তাহলে সবগুলো মিলিয়ে তোমার ক'টা প্রাণী হবে?
ছাত্র: ন'টা স্যার।
শিক্ষক: কীভাবে?
ছাত্র: আমার কাছে আগে থেকেই একটা খরগোশ, আর দুইটা টিয়া আছে।
২.
শিক্ষক: জানো, তোমাদের বয়সে আমার বিশ্বাস ছিল, আমি সব জানি, কিন্তু এখন এই ষাট বছর বয়সে এসে বুঝতে পারছি আমি কিছুই জানি না।
ছাত্র: এ কথা জানতে আপনার এত বছর লাগল? আমরা তো আপনাকে দেখা মাত্রই বুঝে নিয়েছি।
৩
শিক্ষক: 'নরখাদক' কাকে বলে?
ছাত্র: জানি না, স্যার।
শিক্ষক: তুমি যদি তোমার বাপ-মাকে খেয়ে ফেলো, তুমি কী হবে?
ছাত্র: অনাথ বালক, স্যার।
সংগ্রহে: এনামুল হোসেন, পুরান, বগুড়া।
আরও পড়ুন
মন্তব্য করুন