বিশ্বের সব থেকে ছোট ট্রেন
সবুজ ডেস্ক : লস অ্যাঞ্জেলস ফ্লাইট রেলওয়ে। পৃথিবীর সব থেকে ছোট রেলপথ। যে পথে চলে মাত্র দুই বগিওয়ালা বিশ্বের সব থেকে ছোট ট্রেন। যার যাত্রা শেষ হয় মাত্র ১ মিনিটেই। বেশ অবাক করার বিষয় হলেও এটিই সত্যি। সম্প্রতি জিও নিউজের প্রতিবেদনে ‘অ্যাঞ্জেলস ফ্লাইট’ নামের এমনই এক ট্রেনের কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের দুটি জায়গা থেকে এই ট্রেন চালানো হয়। এই ট্রেনে মাত্র দুটি বগি রয়েছে। তাই এ ট্রেনের কর্মীর সংখ্যাও অনেক কম। ট্রেনটি হিল স্ট্রিট এবং অলিভ স্ট্রিটকে লস অ্যাঞ্জেলেসের তৃতীয় রাস্তার টানেলের সঙ্গে সংযুক্ত করে। ১৯০১ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত একটানা চলেছে এই ট্রেন। ১৯০১ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বন্ধু কর্নেল জেডব্ল– এডি এ ট্রেন চালু করেন। এ রেল কোচ ৩৩ ডিগ্রি ঢালে উঠতে পারে। এই ট্রেনকে বলা হয় অ্যাঞ্জেলস ফ্লাইট। এই ট্রেনকে নিয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছিল, চালু হওয়ার পর প্রথম ৫০ বছরে ১০ কোটিরও বেশি যাত্রীকে তাদের গন্তব্যে নিয়ে গেছে। অ্যাঞ্জেলস ফ্লাইট ট্রেনটি যখন অলিভ স্ট্রিট স্টেশনে পৌঁছায় তখন সেখান থেকে একটি ঢালু জায়গায় ট্রেনটিকে টানা হয়। কিন্তু যখন ট্রেনটি নেমে যায় তখন কোচগুলো কেবল মধ্যাকর্ষণের ওপর নির্ভর করে এগোয়। বিশ্বের সবচেয়ে ছোট ট্রেনটি বেশ কয়েকবার বন্ধ হয়ে গিয়েছিল। ২০০১ সালে একটি বড় দুর্ঘটনা ঘটে। এরপর ২০১০ পর্যন্ত বন্ধ ছিল ট্রেন। ২০১৩ সালে একটি কোচ লাইনচ্যুত হয়। এরপর আবার ২০১৭ সাল পর্যন্ত এটি বন্ধ রাখা হয়। পরে পুনরায় চালু করা হয়। এখন শহরটিতে আসা পর্যটকদের জন্য চালানো হয় ট্রেনটি। লেখা : সংগৃহীত
মন্তব্য করুন