বাড়ির ভেতরে বাছুর দীপজ্যোতির সঙ্গে খেলাধুলায় মেতেছেন মোদি
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়ির গরু নতুন একটি বাছুরের জন্ম দিয়েছে। সদ্যই জন্ম নেওয়া বাছুরটির সঙ্গে খেলাধুলা ও আনন্দে মেতেছেন মোদি। আজ শনিবার নিজের এক্স অ্যাকাউন্টে বাছুরের একটি ভিডিও ও কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি।
মোদি জানিয়েছেন, বাছুরটির মাথায় সাদা একটি দাগ রয়েছে। যেটির সঙ্গে আলোর সাদৃশ্য রয়েছে। আর মাথায় সুন্দর দাগ থাকায় তিনি বাছুরটির নাম দিয়েছেন ‘দীপজ্যোতি’।
মোদি বলেছেন, “আমাদের ধর্মীয়গ্রন্থে বলা আছে— ‘গাভ: সর্বসুখ প্রদাহ। প্রধানমন্ত্রীর বাড়ি লোক কল্যাণ মার্গে নতুন সদস্য এসেছে। প্রধানমন্ত্রীর বাড়িতে গরুমাতা নতুন একটি বাছুরের জন্ম দিয়েছে। যেটির কপালে একটি সাদা দাগ রয়েছে। এ কারণে আমি গরুটির নাম দিয়েছি দীপজ্যোতি।”
আরও পড়ুনএক্সে আরেকটি পোস্টে মোদি লিখেছেন, “লোক কল্যাণ মার্গের নতুন সদস্য। দীপজ্যোতি সত্যিই আদুরে।”
মোদির প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি বাছুরটিকে আদর করছেন। এটির মাথায় চুমু খাচ্ছেন। বাছুরটিকে নিয়ে একটি মন্দিরের সামনে বসে পূজা করছেন। ছবিতেও গরুর বাছুরকে চুমু খেতে দেখা গেছে তাকে।
মন্তব্য করুন