অরুণাচল সীমান্তে হেলিপোর্ট নির্মাণ করছে চীন, চাপে ভারত
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের সংবেদনশীল ‘ফিশটেইলস’ অঞ্চলের কাছে নুতন একটি হেলিপোর্ট নির্মাণ করছে চীন। এটি উভয় দেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ২০ কিলোমিটার পূর্বে তৈরি করা হচ্ছে। ভারতের অনুন্নত ও প্রত্যন্ত এই অঞ্চল বরাবর চীনা সীমান্তের কাছে একবার এই বিমানবন্দর নির্মিত হলে, সেখানে খুব সহজেই দ্রুত সামরিক কার্যকলাপ পরিচালনা করতে সক্ষম হবে চীনা সশস্ত্র বাহিনী।
এমনটি হলে অরুণাচল নিয়ে ভারত সরকার নতুন করে চাপের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। উপগ্রহচিত্রের বরাতে বুধবার এ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। চীনের নতুন এই বিমানবন্দরটি তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি প্রিফেকচারে গোংরিগাবু চু নদীর তীরে তৈরি হচ্ছে।
আরও পড়ুনওই এলাকাটি চীনা ভূখন্ডের মধ্যেই পড়ে, যেটি নিয়ে ভারতের কোনও দাবি নেই। নির্মাণাধীন বিমানবন্দরটির একটি ছবি প্রকাশ করেছে এনডিটিভি। ইওএন ডেটা অ্যানালিটিক্সে পাওয়া ওপেন-সোর্স উপগ্রহচিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, যেখানে হেলিপোর্টটি নির্মিত হচ্ছে সে স্থানে ২০২৩ সালে ১ ডিসেম্বর পর্যন্তও কোনও স্থাপনা ছিল না। তবে ৩১ ডিসেম্বর পরবর্তী একটি উপগ্রহ চিত্রে জমিটিকে নির্মাণের জন্য খালি করা হচ্ছে বলে দেখায়। সম্প্রতি, ১৬ সেপ্টেম্বর ম্যাক্সারের হাই-রেজোল্যুশন চিত্রগুলোতে দেখা যায়, হেলিপোর্টটি নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে।
মন্তব্য করুন