ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত ৮১৬

লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত ৮১৬, ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। একের পর এক হামলায় বিধ্বস্ত পুরো লেবানন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের ভিত্তিতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির পরিসংখ্যান অনুসারে, ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে চলমান ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮১৬ জন নিহত হয়েছেন।

এছাড়া আরও অন্তত ২ হাজার ৫০৭ জন আহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, লেবাননে চলমান ইসরায়েলি হামলায় কেবল গত ৬ দিনেই (২৩-২৮ সেপ্টেম্বর) ৮১৬ জন নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত সংঘাত চলছে। আনাদোলু’র পরিসংখ্যান অনুসারে, প্রায় এক বছরে ধরে লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১ হাজার ৬৪০ জন নিহত এবং ৮ হাজার ৪০৮ জন আহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর হিজবুল্লাহ এবং ইসরায়েল আন্তঃসীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে। গাজায় ১১ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৪১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সময়ে লেবাননে বিমান হামলা তীব্র করেছে ইসরায়েলে। গত শুক্রবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক করে বলেছে, লেবাননে ইসরায়েলি হামলা চলমান গাজা সংঘাতকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে পরিণত করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় ঘরে ঢুকে হাত পা বেঁধে ডাকাতি

শ্রীপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ

কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে বাস উল্টে খাদে,আহত ২৩

জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা