গাজার স্কুলে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার পূর্বে তুফাহ এলাকার একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। খবর : আল-জাজিরা
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বোমা হামলার শিকার সুজাইয়া বয়েজ নামের স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। সেখানে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজার মৃত্যুর সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৯৫ হাজার জন ফিলিস্তিনি।
আরও পড়ুনমন্তব্য করুন