পশ্চিমবঙ্গে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৭ শ্রমিক
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি কয়লাখনিতে ডিনামাইট বিস্ফোরণে অন্তত সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (৭ অক্টোবর) সকালে এই বিষ্ফোরণের ঘটনা ঘটে। খবর : দ্য ডেইলি গার্ডিয়ান
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভাদুলিয়ার গঙ্গারামচক কয়লাখনিতে বিস্ফোরণের এ ঘটনায় কেউ ভেতরে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে পড়াদের উদ্ধারে দমকলবাহিনী ও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে খনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু ভেতরে শ্রমিকরা যে কাজ করছিলেন, তা খেয়াল ছিল না কারও। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকেরা চাপা পড়ে যান। পরে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর খনির কর্মকর্তারা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন
মন্তব্য করুন