পাকিস্তানে জেলা পুলিশের প্রধান কার্যালয়ে হামলা, নিহত ৩
পাকিস্তানের খাইবার পখতুনখাওয়া প্রদেশের একটি জেলা পুলিশ প্রধান কার্যালয় ও আবাসিক ভবনে অস্ত্রধারীরা হামলা করেছে। এতে কমপক্ষে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামপন্থিরা এ হামলা চালিয়েছে। একজন পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, জেলা পুলিশের প্রধান কার্যালয় ও আবাসিক কমপ্লেক্স একই ভবনে।
আরও পড়ুনসেখানে ওই হামলা হয়। উচ্চ পর্যায়ের পুলিশ সূত্র বলেছেন, সংঘর্ষ চলছে। এতে যুক্ত আছে আত্মঘাতী বোমা হামলাকারী। ফলে ওই অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।
মন্তব্য করুন