আন্তর্জাতিক ডেস্ক: ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার একমাত্র সংযোগ স্থাপনকারী কার্চ সেতুর ওপর দিয়ে মার্সিডিজ চালিয়ে পার হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের ৭০ তম জন্মদিনের পরদিন ৮ অক্টোবর সকালে সেতুটিতে বোমা হামলা চালানো হয়। ইউক্রেন কখনো এই হামলার দায় স্বীকার করেনি।
রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা দাবি করেছিল, ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার নির্দেশনা অনুযায়ী এই হামলা চালানো হয়। সোমবার সেতু পরিদর্শনে যান পুতিন। নিজেই একটি মার্সিডিজ চালিয়ে সেতু পার হন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।