ইঁদুরের জন্য বাঁচলো একই পরিবারের ৫ জনের প্রাণ

প্রকাশিত: জানুয়ারী ৩০, ২০২৩, ০৭:৪৪ বিকাল
আপডেট: জানুয়ারী ৩০, ২০২৩, ০৭:৪৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : একটি ইঁদুরের জন্য প্রাণ বাঁচলো একই পরিবারের পাঁচ সদস্যের। অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনা ঘটেছে রাজস্থানের ধোলপুর জেলার সিক্রোদা গ্রামে। রাজস্থানের ধোলপুর জেলার সিক্রোদা গ্রামের একটি বাড়িতে পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়েছিলেন। কিন্তু সেই সময়েই হঠাৎই একটি ইঁদুরের লাফালাফিতে ঘুম ভেঙে যায় বাড়ির মালিক জয়প্রকাশের। ঘুম ভাঙতেই দেখেন যে, বাড়ির প্লাস্টার ধসে পড়ছে আস্তে আস্তে। সাথে সাথেই তিনি অন্যান্য সদস্যদের ডেকে বাড়ির বাইরে নিয়ে আসেন। এর পর পরই বাড়িটি ভেঙে পড়ে। জয়প্রকাশ জানান, তার পরিবারের সদস্যরা ও বাড়িতে আসা আত্মীয়রা বিভিন্ন ঘরে ঘুমাচ্ছিলেন। তখন হঠাৎ একটি ইঁদুর লাফ দিয়ে তার ওপর পড়ে। ফলে তিনি পুরোপুরি জেগে ওঠেন। ঠিক সেই মুহুর্তে, তিনি কিছু আওয়াজ পান।

বিপদ বুঝতে পেরেই তিনি তার পরিবার এবং আত্মীয়দের ঘুম থেকে জাগিয়ে বাইরে পাঠিয়ে দেন। এরপর মুহূর্তের মধ্যেই বাড়ির পেছনের অংশ ভেঙে পড়ে। পাশাপাশি জয়প্রকাশ আরও জানান যে ইঁদুরটি তাদের কাছে রীতিমতো ‘দেবদূত’ ছিল।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়