আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের উত্তরাঞ্চলের বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিতে রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের তীব্র লড়াই চলছে। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রবিবার এই তথ্য জানিয়েছেন।
রুশ সেনারা কয়েক মাস ধরে ইউক্রেনের দোনেৎস্কের বাখমুত শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনে হামলা শুরুর পর থেকে বাখমুত শহরের এই লড়াইকে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনে হামলার আজ ৩৪৮তম দিন চলছে। সাম্প্রতি রুশ বাহিনী এই অঞ্চলের অনেকটাই নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। ওয়াগনার গ্রুপের প্রধান বলেন, আর্টেমভস্ক শহরের উত্তরাঞ্চলে প্রতিটি রাস্তায়, প্রতিটি বাড়ি, প্রতিটি সিঁড়িতে ভয়ংকর যুদ্ধ চলছে। ইউক্রেনের সেনাবাহিনী পিছু হটছে না। তারা শেষ পর্যন্ত লড়াই করছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত সপ্তাহ থেকে রুশ বাহিনী বাখমুত ঘিরে ফেলার ক্ষেত্রে কিছুটা এগিয়ে গেছে। যদিও শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বাখমুতের জন্য কিয়েভের বাহিনী যত দিন সম্ভব লড়াই চালিয়ে যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।