তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৫২৯

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৬, ২০২৩, ০২:১১ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০৬, ২০২৩, ০৭:১৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

আন্তর্জতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫২৯ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার ভোরে সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত আলেপ্পো, লাতাকিয়া, হামা এবং টারতুস প্রদেশে ২৩৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ৬৩৯ জন আহত হয়েছেন। এর আগে সিরিয়ার উত্তরাঞ্চলের স্থানীয় একটি হাসপাতাল আরও ৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে। সব মিলিয়ে এ অঞ্চলে মৃতের সংখ্যা ২৪৫ জনে দাঁড়িয়েছে। 

এদিকে তুরস্কের জরুরি পরিষেবা কর্মকর্তারা জানিয়েছেন, এ অঞ্চলে এখন পর্যন্ত ২৮৪ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গাজিয়ানটেপ, আঙ্কারা ও আশপাশের শহরের অনেক ভবন ধসে পড়েছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সব মিলিয়ে এখন পর্যন্ত এ ভূমিকম্পে উভয় দেশের ৫২৯ জন নিহত হয়েছেন। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরতায় আঘাত হেনেছে। তখন বেশির ভাগ মানুষ ঘুমিয়েছিলেন। ভূমিকম্পের কেন্দ্রস্থলটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্বদিকে ছিল। 

সিরিয়া-তুরস্ক সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৯৫সিরিয়া-তুরস্ক সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৯৫

ইউএসজিএস আরও জানিয়েছে, ভূমিকম্পটি প্রথম আঘাতের ১৫ মিনিট পর দ্বিতীয়বার আঘাত হেনেছে। রিখটার স্কেলে পরাঘাতটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। এ ভূমিকম্পকে এ অঞ্চলে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়