চিড়িয়াখানার জন্য আনা ছাগল কর্মকর্তাদের পেটে

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৬, ২০২৩, ০৩:৩৩ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০৬, ২০২৩, ০৩:৩৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর গুয়েরো রাজ্যের একটি চিড়িয়াখানার সাবেক প্রধানের বিরুদ্ধে মাংস খাওয়ার জন্য প্রাণি হত্যার অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলন করে গুয়েরো রাজ্যের পরিবেশ অধিদপ্তরের বন্যপ্রাণী বিভাগের পরিচালক ফার্নান্দো রুইজ এ অভিযোগ করেন।

ফার্নান্দো রুইজ সংবাদ সম্মেলনে বলেন, চিলাপানচিনগো এলাকায় জুচিলপান চিড়িয়াখানার কর্তৃপক্ষ, গত গ্রীষ্মে পিগমি ছাগলের সংখ্যা ভুলভাবে উপস্থাপন করেছিল। চিড়িয়াখানার সাবেক পরিচালক জোসে রুবেন নাভা কিছু ছাগল জবাই করার পর রান্না করে খেয়েছেন। তিনি আরও বলেন, ১০টি পিগমি প্রজাতির ছাগল আনা হয়। নতুন বছর শুরুর আগে জবাই করে খাওয়া হয় চারটি ছাগল। তিনি আরও বলেন, এসব ছাগল মানুষের খাওয়ার উপযোগী নয়।

যদিও নাভা এসব অভিযোগ অস্বীকার করেছেন। বুধবার সংবাদ সম্মেলন করে তিনি বলেন, চিড়িয়াখানার বাজেট নিয়ন্ত্রণের জন্য এ ‘নোংরা লড়াই’ শুরু করেছে। তিনি আরও বলেন, চিড়িয়াখানার দায়েত্বে থাকাকালীন সমস্ত কাজ আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়