আরও বড় আকার নিতে পারে রুশ-ইউক্রেন যুদ্ধ : জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৭, ২০২৩, ১২:৫৯ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০৭, ২০২৩, ১২:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ সামরিক অভিযান’নামে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। আর কয়েক দিনের মধ্যে এক বছরে পা দেবে এই যুদ্ধ। কিন্তু এখনও ‘যুদ্ধ’ থামার কোনও ইঙ্গিত নেই। এর মধ্যেই বড় আশঙ্কার কথা শোনালেন জাতিসংঘ মহাসচিব। তার দাবি করলেন, রুশ-ইউক্রেন দ্বন্দ্ব আরও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে।

নতুন বছরে কোন কোন ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া জরুরি, জাতিসংঘের সাধারণ সভায় তা নিয়ে বক্তৃতা করছিলেন গুতেরেস। সেই সময়ে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তোলেন তিনি। এর প্রেক্ষিতেই গুতেরেসের আশঙ্কা, রুশ-ইউক্রেন দ্বন্দ্ব খুব শিগগিরই থামার নয় বরং তা চলতেই থাকবে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও মন্তব্য করেন মহাসচিব। তার কথায়, কেউ নিজের অজান্তে যুদ্ধে জড়িয়ে পড়বে না। সকলের চোখই খোলা থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়