গ্রেপ্তার হতে পারেন ইমরান

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৭, ২০২৩, ০৭:৩৬ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ০৭, ২০২৩, ০৭:৩৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে বিক্ষোভ শুরু করলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সোমবার ইমরানকে সতর্ক করে এ কথা বলেন। ইমরান আন্দোলনের রাজনীতিতে জড়াচ্ছেন বলে দাবি করেন তিনি।

এদিকে ইমরানের আহ্বানে দলের নেতাকর্মীরা সরকারের দমন-পীড়নের প্রতিবাদে স্বেচ্ছায় গ্রেপ্তার হতে প্রস্তুত আছেন। পিটিআই ঘোষিত 'জেল ভরো' কর্মসূচির আওতায় ইমরানের ডাকে সাড়া দিয়ে তাদের জেলে পাঠানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়