“অনেকেই অনেক ধরনের চেষ্টা চালিয়েছেন। কিন্তু এত কিছুর পরেও এত কিছু শোনার পরেও সাকিব আল হাসান ভাই এসেছেন, তাকে ধন্যবাদ। সে কিন্তু পিছু হাঁটেনি, কেউই হটেনি।”
অনেক ‘নেতিবাচক কথা’ শোনার পরও দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ায় ক্রিকেটার সাকিব আল হাসানকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন হঠাৎ আলোচিত হয়ে ওঠা আরাভ খান; যাকে এক খুনের মামলায় খোঁজার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, এই আরাভের আসল নাম রবিউল ইসলাম; যিনি ঢাকায় পুলিশ হত্যা মামলার আসামি।
সাকিব ছাড়াও বাংলাদেশ থেকে আমন্ত্রিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস, অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি, ইউটিউবার হিরো আলম।
আরো পড়ুন: জিজ্ঞাসাবাদ করা হতে পারে সাকিব-হিরো আলমকে
তাদের এ দুবাই যাত্রা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ জানিয়েছেন, আরাভ যে খুনের মামলার আসামি এবং তার আসল নাম যে রবিউল তা সাকিব ও অন্যান্যদের জানানো হয়েছে। তারপরও তারা সেখানে গেছেন।
এমন বিতর্কের মধ্যেও দুবাইয়ে উদ্বোধন অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আরাভ খান কৃতজ্ঞ সাকিবসহ তার অতিথিদের কছে। বৃহস্পতিবার ফেইসবুক লাইভে প্রকাশ করেছেন তার সেই মনোভাব। একই সঙ্গে হত্যাসহ যেসব অভিযোগ উঠেছে, তার সবই অস্বীকার করেছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।