কুড়িয়ে পাওয়া ৩০০ কোটি টাকা পুলিশকে দিলো টোকিওবাসী

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৭:৪৫ বিকাল
আপডেট: মার্চ ১৭, ২০২৩, ০৭:৪৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের রাজধানী টোকিওর সৎ নাগরিকেরা গত বছর প্রায় ৩১৭ কোটি ৭৫ লাখ টাকা (৩.৯৯ বিলিয়ন ইয়েন) পুলিশের কাছে জমা দিয়েছেন। প্রতিদিন গড়ে ৮৬ লাখ ৮৯ হাজার হারানো টাকা পুলিশের কাছে জমা হয়েছে। জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্য অনুসারে, ২০২১ সালে এই অর্থের পরিমাণ ছিল ৬০ কোটি ইয়েন। গত বছরের এই কুড়িয়ে পাওয়া অর্থ পুলিশের কাছে জমা দেওয়ার রেকর্ড হয়েছে।

এর আগের সর্বোচ্চ রেকর্ড ছিল ২০১৯ সালে। ওই সময় ৩.৮৪ বিলিয়ন ইয়েন জমা হয়েছিল। যারা টাকা হারিয়েছেন তাদের জন্য স্বস্তির ছিল বছরটি। পুলিশের হারানো ও উদ্ধার কার্যালয় বলেছে, জমা হওয়া এসব অর্থের প্রায় ৩ বিলিয়ন ইয়েন মূল মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। ৪৮০ মিলিয়ন ইয়েন দেওয়া হয়েছে যারা এই হারিয়ে যাওয়া নগদ অর্থ পেয়ে তা রেখে না দিয়ে পুলিশের কাছে জমা দেওয়ার মতো সম্মানজনক সিদ্ধান্ত নিয়েছেন।

২০২২ সালে নগদ অর্থ ছাড়াও ৩.৪৩ মিলিয়ন পণ্যও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।  জাপানের হারানো পণ্য আইন অনুসারে, কেউ যদি তা খুঁজে পেয়ে পুলিশের কাছে জমা দেন তাহলে তিনি ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত পুরস্কার দাবি করতে পারেন যদি মালিক তা ফেরত নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়