আন্তর্জাতিক ডেস্ক : চাকরি করে উপার্জন করতে চাওয়ায় প্রকাশ্যে রাস্তায় শ্বশুরের ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন এক পুত্রবধূ (২৬)। আহত নারীর নাম কাজল। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। গত মঙ্গলবার শহরটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রেমনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ জানিয়েছে, ২৬ বছর বয়সী ওই পুত্রবধূর নাম কাজল। তিনি বাইরে চাকরি করে উপার্জন করতে চাওয়ায় তাকে এমন নির্মমভাবে পিটিয়ে আহত করেন শ্বশুর। কাজলের স্বামীর নাম প্রবীণ কুমার।
কাজল বাইরে কোনো একটা চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তার শ্বশুর। মঙ্গলবার চাকরির সাক্ষাৎকার দেয়ার জন্য প্রেমনগরের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কাজল। এটা দেখে কাজলের শ্বশুর একটি ইট নিয়ে তার মুখোমুখি চলে আসেন। একপর্যায়ে ইট দিয়ে তিনি কাজলের মাথায় বারবার আঘাত করতে থাকেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।