ট্রাম্পকে গ্রেফতারে তোড়জোড় মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৩:০৯ দুপুর
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০৩:০৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করা হতে পারে যেকোনো সময়। এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এবং আঞ্চলিক আইনশৃঙ্খলা বাহিনী। আগামী সপ্তাহের শুরুর দিকে তাকে গ্রেফতার করা হতে পারে।

বিষয়টির সঙ্গে জড়িত পাঁচ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় শুক্রবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের দাবি করা হাশ মানি (মুখ বন্ধ রাখার জন্য যে টাকা দেয়া হয়) মামলায় ট্রাম্প গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই পাঁচ কর্মকর্তা।

তারা জানিয়েছেন, ম্যানহাটানের ১০০ সেন্টার স্ট্রিটে অবস্থিত ম্যানহাটান অপরাধ আদালতের প্রাঙ্গনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্রাম্পকে গ্রেফতারের লক্ষ্যে প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করছেন। তবে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, তারা বিষয়টি জেনেছেন আন্তঃবাহিনীর কর্মকর্তাদের আলাপের সময়। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি বিধায় এ বিষয়টি অনেকটাই গোপনীয় এবং অতিরিক্ত সতর্কতা দাবি করে।  

ওই কর্মকর্তারা জানিয়েছেন, নিউইয়র্ক পুলিশ বিভাগ, নিউইয়র্ক স্টেট কোর্টের কর্মকর্তা, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস, এফবিআইয়ের জয়েন্ট টেররোজিম টাস্কফোর্স এবং ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস ট্রাম্পকে গ্রেফতারে বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছে। এনবিসি এসব সংস্থার কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা মন্তব্য করা থেকে বিরত থাকে। তবে তারা বিষয়টি উড়িয়েও দেননি। 

সম্ভাব্য গ্রেফতারের বিষয়ে ট্রাম্পের অ্যাটর্নি জো ট্যাকোপিনা এনবিসিকে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট এ বিষয়ে স্বাভাবিক আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়