আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া একটি স্বল্প মাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বৃহৎ সামরিক মহড়ার মধ্যে এ নিয়ে চতুর্থবারের মতো উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, আমাদের সামরিক বাহিনী উত্তর পিয়ংগান প্রদেশ থেকে স্থানীয় সময় ১১টা ৫ মিনিটে পূর্ব সাগরের দিকে ছোড়া একটি স্বল্প মাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ার অব্যাহত হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নিরাপত্তা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। গত ১৩ মার্চ দেশ দুটির মধ্যে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু হয়। 'ফ্রিডম শিল্ড' নামে পরিচিত এই মহড়া চলবে ১০ দিন।
এদিকে উত্তর কোরিয়া এ মহড়াকে হামলার পূর্ব প্রস্তুতি হিসেবে বিবেচনা করছে। দেশটি একাধিকবার সতর্ক করে বলেছে, তারা এ মহড়ার জবাবে ‘অপ্রতিরোধ্য’ পদক্ষেপ নেবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।