সাশ্রয়ী মূল্যে বউ ভাড়া পাওয়া যায় যে গ্রামে!

প্রকাশিত: মে ২৩, ২০২৩, ১০:৫১ রাত
আপডেট: মে ২৪, ২০২৩, ০৫:০০ সকাল
আমাদেরকে ফলো করুন

বিয়ের জন্য কনের পোশাক থেকে শুরু করে ভাড়া পাওয়া যায় সবকিছুই। কিন্তু ভাবুনতো যদি একটি বউ ভাড়ায় পাওয়া যেত তাহলে কেমন হতো? 

ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি জেলার একটি এলাকায় দীর্ঘদিন ধরে চলছে এমন নিয়ম। এলাকায় এ প্রথাকে ‘ধাদিচা’ প্রথা হিসেবে আখ্যায়িত করা হয়। বউ ভাড়া নেয়ার বিষয়টি আইনগতভাবে বৈধ করতে স্ট্যাম্প পেপারে চুক্তিও করে নেয় তারা।

গ্রামের নিয়ম অনুযায়ী, কোনো নারীকে ভাড়া করে স্ত্রী হিসেবে নিজের কাছে রাখা নারী কেনাবেচার সমতুল্য। কিন্তু ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি জেলার গোয়ালিয়র ডিভিশনে এ নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই।

কারণ এই রেওয়াজ দীর্ঘদিনের ।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়