নাইজেরিয়ায় নির্বাচনে অনিয়মের জেরে মার্কিন বিধিনিষেধ

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০১:১২ রাত
আপডেট: মে ২৪, ২০২৩, ০১:১২ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : হুমকি, শারীরিক নির্যাতন, নির্বাচনের পর ফল কারচুপির সঙ্গে জড়িত নাইজেরিয়ার সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভিসায় বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ঘোষণা দিয়েছেন।

ব্লিনকেন বলেন, নাইজেরিয়া এবং বিশ্বজুড়ে গণতন্ত্রকে সমর্থন এবং এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাইজেরিয়ার জনগণ বা পুরো সরকারের বিরুদ্ধে এই পদক্ষেপ নয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়