পাকিস্তানে মেয়েদের দুই স্কুল উড়িয়ে দিল সন্ত্রাসীরা 

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০১:৩০ রাত
আপডেট: মে ২৪, ২০২৩, ০১:৩০ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার মীর আলি মহকুমায় মেয়েদের দুইটি স্কুল উড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ডেপুটি কমিশনার রেহান গুল খাটাক গত রোববার রাতে হাসু খেলে গভর্মেন্ট গার্লস মিডল স্কুলে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিস্ফোরণে স্কুলের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জেলা পুলিশ অফিসার সেলিম রেজা বলেন, দুইটি বালিকা বিদ্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং বিস্ফোরণে তা ধ্বংস করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনিও নিশ্চিত করেছেন।

স্থানীয় কর্মকর্তারা সোমবার সকালে মীর আলি মহকুমাযর মুসাক্কি ও হাসু খেল গ্রামে দুইটি স্কুলে হামলার কথা নিশ্চিত করেন। কর্মকর্তারা বলেছেন, এই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়