আন্তর্জাতিক ডেস্ক : এতদিন বিষয়টি গুজবের মতো ছিল। বলা হচ্ছিল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করা হতে পারে। এ খবর যে গুজব না, তার প্রমাণ দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, সরকার পিটিআইকে নিষিদ্ধ করা নিয়ে জোরালো চিন্তাভাবনা করছে। তার মতো একজন হেভিওয়েট মন্ত্রী যখন এ কথা বলেছেন, তখন বোঝার বাকি থাকার কথা নয় যে, পিটিআই ও ইমরানের ওপর কি পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে চাপের মুখে ইমরান খানের সরকারে মানবাধিকার বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালনকারী শিরিন মাজারি এবং বেশ কয়েকজন এমপি, মন্ত্রী পিটিআই ত্যাগ করেছেন।
তাদের কেউ কেউ পিটিআই এবং ইমরান খানের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছেন। বলা হচ্ছে, ‘এস্টাবলিশমেন্ট’ হিসেবে পরিচিত সেনাবাহিনীর চাপে এসব নেতা পদত্যাগ করেছেন। ইমরান খানও একে ‘জোরপূর্বক বিচ্ছেদ’ হিসেবে অভিহিত করেছেন। ফলে ক্রমশ পাকিস্তানের রাজনীতি গভীর থেকে গভীর সঙ্কটে পড়ছে, এতে কোনো সন্দেহ নেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।