ইমরানসহ পিটিআইয়ের ৬০০ নেতার নাম নো-ফ্লাই লিস্টে

প্রকাশিত: মে ২৬, ২০২৩, ১০:২১ রাত
আপডেট: মে ২৬, ২০২৩, ১০:২১ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক: চেয়ারম্যান ইমরান খানসহ পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) কমপক্ষে ৬০০ নেতা ও সাবেক প্রাদেশিক পরিষদের সদস্যের নাম ‘নো-ফ্লাই’ লিস্টে উঠেছে। এর ফলে এসব নেতা বিমানে আরোহন করতে পারবেন না। দেশ ছাড়তে পারবেন না।

৯ই মে সহিংসতায় জড়িত থাকায় এসব নাম তালিকায় নিয়েছে কর্তৃপক্ষ। ৯ই মে সহিংসতায় জড়িত থাকায় এসব নাম তালিকায় নিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলেন, পিটিআই নেতাদের তালিকা দেশ থেকে বাইরে যাওয়ার সব পয়েন্ট ও বিমানবন্দরে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে বলা হয়েছে, তালিকা নাম থাকা ব্যক্তিদের পাকিস্তান ত্যাগের অনুমতি দেওয়া হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়