আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের খেলা শেষ বলে মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরিফ।
পাকিস্তানভিত্তিক টিভি চ্যানেল জিও নিউজ জানিয়েছে, শুক্রবার (২৬ মে) পাঞ্জাব প্রদেশে এক সমাবেশে অংশ নিয়ে এ মন্তব্য করেন মরিয়ম। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে সহিংসতার পর এ পর্যন্ত ৭০ জনের বেশি নেতা ও আইনজীবী ইমরানের দল থেকে পদত্যাগ করেছেন।
এমন পরিস্থিতিতে ইমরানের সমালোচনা করে মরিয়ম বলেন, নেতা নিজেই শিয়াল হলে জনগণ কীভাবে তাকে সমর্থন করবে? আপনারাই এখন বুঝিয়ে দিচ্ছেন যে, ইমরানই ৯ মে ঘটনার মূল পরিকল্পনাকারী।
গত ৯ মে দুর্নীতির মামলায় ইমরান খানের গ্রেফতারে পর পাকিস্তানে সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজপথে নামা ইমরানের সমর্থকেরা বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনায় হামলা চালায় বলে অভিযোগ উঠে। পরে তার দলের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। কারাগার থেকে বের হওয়ার পর ওই সহিংসতার ঘটনার নিন্দা জানিয়ে পদত্যাগ করেন ফাওয়াদ চৌধুরী, মুসাররাত পারভেজ চিমার মতো পিটিআইর বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। দলের নেতাদের পদত্যাগের জন্য সেনাবাহিনীকে দায়ী করেছেন ইমরান। তার অভিযোগ, সেনাবাহিনীর ধরপাকড় ও চাপে পড়ে নেতারা পদত্যাগ করছেন।
এদিকে, পাকিস্তানের ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিসহ দলের ৮০ জনের বেশি নেতার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় গত বৃহস্পতিবার (২৫ মে)।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, পিটিআই নেতাদের মধ্যে তালিকায় রয়েছেন আসাদ উমর, মালেকা বোখারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমিন রশিদ ও আসলাম ইকবাল। তিনি আরও বলেন, ‘ইমরান খান ও বুশরা বিবিসহ এসব নেতাকে নো ফ্লাই তালিকায় এক্সিট কন্ট্রোল লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।