ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে গলা কেটে হত্যা 

বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে গলা কেটে হত্যা , ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনার বাগদা এলাকায়। সকালে বাড়িতে বসে চা খেতে খেতে গল্প কর দুই বন্ধু। তারপর বেরও হয় এক সাথে আর বিকেলে পাওয়া যায় এক বন্ধুর গলা কাটা লাশ। নিহতের নাম পীযূষ হালদার (৩৩)। তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বন্ধু সঞ্জীব ঘটককে।  

পীযূষের পরিবার বলছে, সঞ্জীব জাল ভোটার কার্ড, আধার কার্ড ও পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত। সে পীযূষের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে আর ফেরত না দেওয়ায় আপত্তি জানাচ্ছিলেন পীযূষ। এর জেরেই তাকে খুন করা হয়েছে। 

পীযূষের মা সরলা হালদার বলেন, বৃহস্পতিবারই জন্মবার ছিল ছেলেটার। ওই দিনই মেরে ফেলল ওকে! আমাদের সংসারে ও একাই রোজগার করত। সঞ্জীব আমার ছেলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়ে আর ফেরত দিচ্ছিল না। এটা নিয়ে অশান্তি চলছিল।  

আরও পড়ুন

হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত কি খতিয়ে দেখছে পুলিশ। একজন পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ও নিহত যুবকের মধ্যে ব্যক্তিগত শক্রতা ছিল। তদন্তে টাকার বিষয়টিসহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকার শীর্ষ পাঁচ টি ইউনিভার্সিটি থেকে ডাক পেয়েছেন জবি রসায়নের শীতল

প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে তালিবান সরকারের স্বীকৃতি দিলো রাশিয়া

জুলাই নিয়ে গান বানাচ্ছি : তাসরিফ খান

হাসপাতালে স্বস্তিকা

গাজায় গণহত্যা চালাতে ‘ক্ষুধা’কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস