ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

ঢাকাস্থ হাইকমিশন থেকে অনেক কর্মকর্তাকে সরিয়ে নিলো ভারত

ঢাকাস্থ হাইকমিশন থেকে অনেক কর্মকর্তাকে সরিয়ে নিলো ভারত, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের জরুরি নয় এমন অনেক কর্মকর্তাকে ভারতে ফিরিয়ে নেয়া হয়েছে। আজ বুধবার (৭ আগস্ট) সকালে তারা ঢাকা থেকে দিল্লি পৌঁছান।

সরকারি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। খবর অনুযায়ী, এই সময়ে হাইকমিশনে কর্মরত যেসব কর্মীর উপস্থিতি জরুরি নয়, যারা জরুরি কাজের সঙ্গে যুক্ত নন, তেমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। সূত্র জানিয়েছে, হাইকমিশনে কর্মরত সব কূটনীতিকই সে দেশে রয়েছেন ও কাজ করছেন। হাইকমিশনের স্বাভাবিক কাজকর্ম চালু আছে। ঢাকায় হাইকমিশন ছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে ভারতীয় অ্যাসিসট্যান্ট হাইকমিশন রয়েছে। সেখানেও স্বাভাবিক কাজকর্ম চালু আছে বলে সূত্রের দাবি।

যদিও সেই দাবি কতটা গ্রহণযোগ্য সে বিষয়ে সন্দেহ রয়েছে। গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদের উভয়কক্ষে এক বিবৃতিতে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির ব্যাখ্যা দেন। সেই বিবৃতিতে তিনি বলেন, ভারত আশা করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে ভারতীয় দূতাবাস রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ কর্তৃপক্ষ করবে। পরিস্থিতির উন্নতি হলে দূতাবাসের স্বাভাবিক কাজকর্ম শুরু হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে দুটি কারখানায় আগুন 

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা

সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা