কভার লেটার ছাড়া ইন্টারভিউতে ডাক আসে না

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০৪:৪৭ দুপুর
আপডেট: মার্চ ১৯, ২০২৩, ০৪:৪৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

লাইফস্টাইল ডেস্ক : প্রায় এক বছর আগে একটি বেসরকারি বিশ^বিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ শেষ করেছেন রোমান। এরপর বিভিন্ন কর্পোরেট হাউজসহ দেশি-বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করে যাচ্ছেন। আবেদন বলতে রোমান শুধু নিজের জীবন-বৃত্তান্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি ও নিজের ছবি পাঠিয়েছেন। কোন প্রতিষ্ঠানে মেইল করেছেন তো কোন প্রতিষ্টানে ডাকযোগে পাঠিয়েছেন। তবে একটি প্রতিষ্ঠান থেকেও চাকরির ইন্টারভিউয়ের জন্য তার ডাক পড়েনি। এ কারণে রোমান দিন দিন হতাশ হয়ে পড়ছেন।

রোমানের মত অনেক চাকরিপ্রার্থীই নিয়োগের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে  আবেদন করেন। জমা দেন জীবনবৃত্তান্ত। দিনের পর দিন যায়  সাক্ষাৎকারের জন্য ডাক আসে না। তখন মনে হতাশা জাগে। কিন্তু কেন নিয়োগদাতারা আবেদনকারীদের সাক্ষাতের জন্য ডাকে না? এর পেছনে রয়েছে ছোট একটি ভুল। 

নিয়োগদাতারা সেরা কর্মী খুঁজে নেয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেন। হাজার হাজার আবেদনপত্র জমা হয়। সেখান থেকে চলে বাছাই। প্রাথমিক আবেদনপত্র থেকে জীবনবৃত্তান্ত পরখ করে অল্প কিছু  আবেনদনকারীকেই সাক্ষাতের জন্য ডাকা হয়। বাকিদের আবেদনপত্র তথা জীবনবৃত্তান্ত ঠাঁই পায় আবর্জনার ঝুড়িতে।  এক্ষেত্রে প্রথমে যেটা দেখা হয় সেটা হচ্ছে কভার লেটার আছে কি না? 

সাধারণত বেশিরভাগ চাকরিপ্রার্থী জীবন বৃত্তান্তের সঙ্গে কভার লেটার জমা দেন না। এটা একটা বড় ভুল। এই একটি ভুলের কারণেই বেশিরভাগ নিয়োগদাতারা প্রার্থীদের সাক্ষাতের জন্য  ডাকে না। 

আপনি যদি প্রাথমেই বাজিমাত করতে চান তবে জীবনবৃত্তান্তের সঙ্গে কভার লেটার জমা দিন। ভালো একটি কভার লেটার চাকরির যুদ্ধে আপনাকে অনেকখানি  এগিয়ে রাখবে। 

কভার লেটার তৈরি করবেন যেভাবে : কভার লেটার মূলত চাকরির আবেদনপত্র। যদিও বেশিরভাগ চাকরিপ্রার্থী মনে করেন জীবনবৃত্তান্তই আবেদন। কিন্তু তাদের ধারণা ভুল। জীবন বৃত্তান্তের সঙ্গে অবশ্যই কভার লেটার জমা দিতে হবে। কভার লেটার প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যাবস্থাপক বরাবর দিতে হবে। এতে উল্লেখ থাকবে আপনি কোন পোস্টের জন্য আবেদন করেছেন। আপনার আগে চাকরির অভিজ্ঞতা  থাকলে তাও উল্লেখ থাকতে হবে। পাশাপাশি লিখতে হবে আপনার যোগ্যতা ও প্রশিক্ষণের কথাও। সর্বশেষ আপনার প্রত্যাশিত বেতনও উল্লেখ করতে পারেন। 

এভাবে যদি আপনি চাকরির আবেদন করেন তবে দেখবেন বেশিরভাগ নিয়োগদাতারা চাকরি দেয়ার জন্য আপনাকে ইন্টারভিউতে ডাকবে। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়