ঘরের দেয়ালই এখন প্রয়োজনীয় জিনিস রাখার মাধ্যম

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০৫:০৭ বিকাল
আপডেট: মার্চ ১৯, ২০২৩, ০৫:০৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

লাইফস্টাইল ডেস্ক : ঘরের ভেতর স্থান সংকুলান হয় না। ঘরের মেঝে বাদেও দেয়ালটিকে তাই অনেকেই বেছে নেন প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। স্বভাবতই ক্যাবিনেটের কথা মাথায় আসবে। কিন্তু ক্যাবিনেট গড়ার ক্ষেত্রে কিছু বিষয় তো চিন্তা করতেই হবে। 

বেডরুমের ক্যাবিনেট : বেডরুমে ক্যাবিনেট বানালে আয়না দিতে পারেন। কাপড়চোপড় রাখার তাক বানিয়ে নিন আবার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র রাখার তাকও রাখুন। ডিজাইনটা বুঝে করুন। 

শিশুর ঘরের ক্যাবিনেট : শিশুর ক্যাবিনেটের নিচে ফাঁকা জায়গা রাখুন। সেখানে টেবিল বসিয়ে দিলে পড়ালেখার জায়গা হবে এবং শিশু ছুটোছুটি করলে সহজে ব্যথা পাবে না। পাল্লাবিহীন ও পাল্লাযুক্ত দুধরনের ক্যাবিনেটের সমন্বয় করুন। 

খাবার ঘরের ক্যাবিনেট : ডিনার ওয়াগনের সাজসজ্জা পরিপূর্ণ করতেই খাবার ঘরের ক্যাবিনেট। তবে ডিজাইনটি যেন খাবার ঘরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তা ভেবে নিতে হবে। 

আরও কিছু বাড়তি পরামর্শ : প্রয়োজন অনুসারে উচ্চতা নির্ধারণ করুন। ছাদ পর্যন্তও ক্যাবিনেট নেয়া যেতে পারে। তবে নামানোর চিন্তা করবেন না। তাহলে নিচের ফাঁকা জায়গা পাবেন না। বসার ঘরে টেলিভিশনের পাশে ছোট ক্যাবিনেটও দারুণ উপকারি। বইয়ের জন্য আলাদা ক্যাবিনেট গড়ে নিলে বসার ঘরের রূপই বদলে যাবে। ক্যাবিনেটের আশপাশে আসবাব না রাখাই ভালো। তাহলে পরিষ্কার করার সময় ঝামেলা হবে কম। 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়