আজ খিচুড়ি রান্নার দিন!

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০৫:১৩ বিকাল
আপডেট: মার্চ ১৯, ২০২৩, ০৫:১৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

আমরা যেন খিচুড়ি খাবার জন্য এক মেঘলা দিনেরই অপেক্ষায় থাকি। গুড়ি গুড়ি বৃষ্টি আর মেঘলা আকাশ যেন খিচুড়ির স্বাদ বাড়িয়ে দেয়।

উপকরণ
১. চাল ২ কাপ
২. মুগ ডাল আধা কাপ
৩. মসুর ডাল আধা কাপ
৪. গাজর, আলু, ফুলকপিসহ সবজি কাধা কাপ
৫. পেঁয়াজ কুঁচি আধা কাপ
৬. আদা কুঁচি ২ চা চামচ
৭. হলুদ গুঁড়া আধা চা চামচ
৮. জিরা বাটা ১ চা চামচ
৯. রসুন কুঁচি ২ চা চামচ
১০. কাঁচা মরিচ ৫-৬টি
১১. তেজপাতা ২/৩টি
১২. দারুচিনি ২/৩টি
১৩. এলাচ ২/৩টি
১৪. লবণ স্বাদমতো
১৫. তেল আধা কাপ ও
১৬. ঘি ১ টেবিল চামচ।

পদ্ধতি

প্রথমে মুগ ডাল ভেজে নিন। তারপর চাল ও ডাল একসঙ্গে ধুয়ে নিতে হবে। প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। তারপর সব মসলা দিয়ে চাল ও ডাল ঢেলে দিন। হালকা ভাজা হলে সবজি দিয়ে দিন। এরপর ৬-৭ কাপ পানি দিয়ে ঢেকে দিন।

চুলার আঁচ বাড়িয়ে দিন। ফুটে উঠলে নেড়েচেড়ে আঁচ কমিয়ে দিন। কিছুক্ষণ দমে রাখুন। নামানোর আগে ঘি দিয়ে পরিবেশন করুন। ব্যাস তৈরি হয়ে গেল সবজি খিচুড়ি।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়