বাড়িতেই সামান্য কিছু উপকরন দিয়েই লিপস্টিক তৈরি করতে পারেন। এর জন্য প্রয়োজন:
১) মোম
২) নারকেল তেল বা কাঠবাদামের তেল
৩) শিয়া বাটার
৪) ভেষজ রং
৫) এসেনশিয়াল অয়েল
পদ্ধতি:
১) লিপস্টিক তৈরি শুরু করার আগে প্রথমে ওই স্থানটি পরিষ্কার করে নিন।
২) তার পর একটি বাটিতে জল গরম করতে দিন। তার মধ্যে আর একটি বাটি বসান। ‘ডবল বয়লার’ পদ্ধতিতে মোম গলিয়ে নিন।
৩) এর মধ্যে দিন নারকেল বা কাঠবাদামের তেল।
৪) ভাল করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিন শিয়া বাটার।
৫) আঁচ একেবারে আস্তে করে রাখুন। সব উপকরণ ভাল করে না মেশা পর্যন্ত অপেক্ষা করুন।
৬) এর পর ওই তরলে মিশিয়ে নিন পছন্দের রং।
৭) ভাল করে মেশানো হয়ে গেলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিন।
৮) এ বার ওই মিশ্রণটি ফাঁকা লিপস্টিকের টিউবের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দিন।
৯) জমাট বেঁধে গেলেই তৈরি হয়ে যাবে লিপস্টিক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।