ভিডিও রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

খালি পেটে দুধ চা খেলে হতে পারে যে সব ক্ষতি

সংগৃহীত,খালি পেটে দুধ চা খেলে হতে পারে যে সব ক্ষতি

চা প্রেমীদের কাছে চা ছাড়া অন্য যে কোনো কিছুর স্বাদ চায়ের তুলনায় অনেক কম বলে মনে মনে হবে। এমনকি যে কোনো আড্ডাতে চা ছাড়াতো জমেই না।

দিন কিংবা রাত যেকোনো সময়েই আমরা চা পান করি। কিন্তু জানেন কি সকালে খালি পেটে দুধ চা পানে হতে পারে নানা ধরনের সমস্যা।

আসুন জেনে নেই- 

 খালি পেটে দুধ চা খেলে পেপটিক আলসার হতে পারে।

অনেকেই আছেন দুধ চায়ে কিছুটা আদা মিশিয়ে নেন। তাতে উপকার হবে বলেই মনে করেন। কিন্তু এই অভ্যাসের কারণে পেটে বাতাস জমতে পারে সহজে। তার থেকে হতে পারে পেট ব্যথা।

আরও পড়ুন

চায়ে থাকে ট্যানিন। চা দুধের সঙ্গে মিশলে ট্যানিন আরও সক্রিয় হয়ে ওঠে। তার ফলে দুধ চা খেলে ট্যানিন নানা ধরনের দাগ-ছোপ সৃষ্টি করে। বিশেষ করে দাঁত হলুদ হয়ে যেতে পারে।

 প্রতিদিন খালি পেটে দুধ চা পানে হজমের সমস্যাও হতে পারে। পেট ফেঁপে যেতে পারে দুধ চা খেলে। তার থেকেও সারা দিন অস্বস্তি হতে পারে। দিনে বারবার দুধ চা খেলে অনিদ্রার সমস্যাও হয়।

এসব সমস্যা থেকে দূরে থাকতে প্রতিদিন দুধ চায়ের পরিবর্তে আদা-লেবু দিয়ে লিকার  চা পানের অভ্যাস করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫

আইনজীবী আলিফ হত্যা : তদন্ত কমিটির সব সদস্যের পদত্যাগ 

আজও খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

বাংলাদেশের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত 

সমালোচনার পর কমলো বিপিএল মিউজিক ফেস্টের টিকিটমূল্য

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮