রাহাত রিটু: উত্তরাঞ্চলের ৫টিসহ ৬টি শূন্য সংসদীয় আসনে রাত পোহালেই উপ নির্বাচন। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ফলে শূন্য আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহন করা হবে। এই ভোটের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার ভোটাররা আগামী নয় মাসের জন্য আইনপ্রণেতাদের নির্বাচিত করবেন। ভোটাররা এমন প্রার্থী বেছে নিবেন যাতে তারা মহান জাতীয় সংসদে গিয়ে নিজ নিজ এলাকার মানুষের কথা বলতে পারেন।
দেশ ও জাতির কল্যাণে মহান সংসদে প্রয়োজনীয় আইন প্রনয়নের জন্য বিল উত্থাপন করতে পারেন। অযোগ্যতাই যেন যোগ্যতা না হয় সেই দিকে দৃষ্টি রাখবেন সতর্ক ভোটারেরা। একাদশ জাতীয় সংসদে বিএনপির যে ৭ জন সংসদ সদস্য ছিলেন, দলীয় সিদ্ধান্তে সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে তাদের পদত্যাগপত্র জমা দেয়া হয়, গত ১০ নভেম্বর। কিন্তু সেসময় উপস্থিথ জয়ে জমা দেওয়া ৫ জনের পদত্যাগ পত্র গৃহিত হলে ৫ টি আসন শূন্য হয়।
পরে বাকি দু’জন উপস্থিত হিয়ে তাদের পদত্যাগপত্র দাখিল করলে, তাদের পদও শূন্য ঘোষিত হয়। তবে সংরক্ষিত একটি আসন বাদে বাকি ৬টি শূূন্য আসনে উপ নির্বাচনের তারিখ ঘোষণা করে তফসীল ঘোষণা করা হয়। তফসীল অনুযায়ী ৫ জানুয়ারি ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ওই দিন বগুড়া সদর আসনে ১৩ জন মনোনয়ন পত্র জমা দেন।
পরে যাচাইবাছাইয়ে বাদ পরে ৬ জন। বাদ পড়াদের মধ্যে থেকে ৪ জন আপিলের মাধ্যমে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসেন। সব মিলিয়ে বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জন্য ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বগুড়ার দুইটি আসন ছাড়াও আজ যে সব আসনে নির্বাচন হচ্ছে সে সব আসন হচ্ছে ঠাকারগাঁও-৩, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩, এবং ব্রাহ্মণবাড়িয়া-২।
বগুড়া-৬ আসনে একই মেয়াদে দ্বিতীয় বারের মত উপ নির্বাচন হতে যাচ্ছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর নির্ধরিত সময়ের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ায় ওই আসন শূন্য ঘোষনা করে উপ নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়। ওই আসনে উপ নির্বাচনে গোলাম মোহাম্মাদ সিরাজ বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার প্রায় ৪ বছর পর আন্দোলনের অংশ হিসেবে বিএনপির সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন।
এর ফলে এই আসনের ভোটারররা দু’টি উপনির্বান সহ ৩টি নির্বাচনে ভোট দিচ্ছে, যা দেশের সংসদীয় ইতিহাস নজিরবিহীন। গত সোমবার সকাল সাড়ে ৮ টায় প্রকাশ্য প্রচার প্রচারণার সময়সীমা শেষ হয়েছে। প্রচার প্রচারনা শেষে এখন চলছে হিসেব কষার পালা। প্রচার প্রচারনা শেষে কেন্দ্রে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পৌছানো হয়েছে । গতকাল মঙ্গলবার মিনিট্রাক, হিউম্যান হলার দিয়ে ইভিএম যন্ত্র পৌছানো হয়। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বিশেষ বিশেষ এলাকায় বিজিবির সদস্যরা অবস্থান নিয়েছেন।
ভোটের দিন সকাল থেকে তারা গাড়ি নিয়ে কেন্দ্রসহ বিভিন্ন স্থানে সশস্ত্র অবস্থায় যাবেন। ইতোমধ্যে যন্ত্রচালিত যানবাহন নির্বাচনী এলাকায় চলাচল বন্ধ করা হয়েছে। সেই সাথে নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। দূরপাল্লার যানবাহন নির্বাচনী এলাকার উপর দিয়ে যেতে কোন বাধা থাকছেনা। তাদের অবশ্যই বাইপাস সড়ক ব্যবহার করতে হবে। হাসপাতালের জন্য এ্যাম্বুলেন্স সেবা চালু থাকবে।
বগুড়া-৬ আসনে এবার ১৪৩ টি কেন্দ্রের বিপরীতে ১০১৭ টি বুথে করা হয়েছে। ১০১৭টি বুথের বিপরীতে ১৫২৫ টি ইভিএম মেশিন প্রদান করা হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে বগুড়া দুটি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন হাজারেরও বেশি আনসার ছাড়াও দেড় হাজার পুলিশ থাকবে। এছাড়াও বিশেষ নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি ও র্যাবের ১৭টি টিম দায়িত্বে পালন করবে।
বগুড়া সদরে ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী ৯ মাসের জন্য নতুন সংসদ সদস্য নির্বাচিত করবেন। মোট ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৮ হাজার ২৫৯ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ২ হাজার ৪৮৪ জন।
কাহালু-নন্দীগ্রাম আসনে ভোটারের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন। এর মধ্যে কাহালুতে ৯০ হাজার ৯৬৩ জন নারী এবং ৮৯ হাজার ৮৮০ জন পুরুষ ভোটার রয়েছে। এ ছাড়া ওই আসনের নন্দীগ্রামে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৬২৬ জন। এদের নারী ভোটার ৭৪ হাজার ৪৭১জন এবং পুরুষ ভোটার ৭৩ হাজার ১৫৫ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।