যানবাহন চলল হেডলাইট জ্বালিয়ে
হাফিজা বিনা: দুপুরেই নেমে এলো সন্ধ্যা। শুরু হলো প্রবল বাতাস সাথে বৃষ্টি। অন্ধকার হয়ে আসায় শহরটাকে লাগছিল যেন এক অজানা শহর। প্রায় ১০ মিনিট সময় ধরে রাস্তায় আলো জ্বালিয়ে চলল যানবাহন। দেখে মনে হবে এখন সন্ধ্যা, বেলা ৩টা নয়। কিন্তু ঘন মেঘের দাপট এত বেশি ছিল যে চেনা শহরটাই দুপুরে কেমন যেন অচেনা বোধ করেন অনেকেই।
চারদিকে রীতিমতো অন্ধকার নেমে আসে। আকাশের এমন রুদ্রমূর্তি দেখে ভয় পেয়ে যান অনেকেই। তড়িঘড়ি করে বাড়ি ফিরতে থাকেন। তবে সবশেষে মেঘ কেটে আকাশ পরিস্কার হয়ে স্বস্তির বৃষ্টিতে আরাম পান গরম ও তাপদাহে সেদ্ধ হওয়া মানুষ।
আজ মঙ্গলবার (২৩ মে) সকাল থেকেই ছিল অস্বস্তিকর ভ্যাপসা গরম। রীতিমতো কাহিল হয়ে পড়েছিল শহরবাসী। একটু বাইরে বের হলে ও কোন কাজ করতে গিয়ে ঘামতে হচ্ছিল সবাইকে । কিন্তু সেই অস্বস্তি পাশ কাটিয়ে দুপুরের পরই নামলো স্বস্তির বৃষ্টি। হঠাৎ করে আকাশ কালো হয়ে নেমে আসা বৃষ্টি ও ঝড়ের জন্য প্রস্তুত ছিল না অনেকেই।
আজ মঙ্গলবার (২৩ মে) সকাল বেলা যারা ঝকঝকে দিন দেখে বের হয়েছিলেন দিন শেষে তারাই পড়েছিলেন বিড়ম্বনায়। অনেকেই আকাশের অবস্থা দেখে তড়িঘড়ি করে বাড়ির পথ ধরেছিলেন। আর যারা যেতে পারেননি তারা সেই সময় পড়েছিলেন বিপাকে। দুপুরের পর মুহুর্তের মধ্যে আকাশ কালো রং ধারণ করে অন্ধকারে ছেয়ে যায় চারিদিক। এরপরই শুরু হয় এলামেলো বাতাস।
বৃষ্টিহীন আবহাওয়ায় ধুলোবালির আস্তরণ উড়তে থাকে বাতাসে। যারা এসময় বাইরে ছিলেন তাদের চোখে মুখে এসে বালির ঝাপটা লাগে। এসময় শহরে যানবাহন কমে যায়। অন্ধকার ছেয়ে যাওয়ায় যানবাহনগুলো হেডলাইট জালিয়ে চলাচল করছিল।
আবহাওয়া অফিস সূত্র জানায়, আজ মঙ্গলবার (২৩ মে) বগুড়া ও আশেপাশে দুপুরের পর বাতাস ও বৃষ্টি হয়। বাতাসের গতিবেগ ছিল ১৩ কিলোমিটার। বেলা ৩টা ২৬ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও ঝিরঝির করে বৃষ্টি পড়তে থাকে।
সূত্র আরও জানায়, আগামী দু’তিন দিন এমন আবহাওয়া বিরাজ করবে, কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।