ব্যালন ডি’অরের সেরা কোচদের তালিকায় জমজমাট লড়াই
স্পোর্টস ডেস্ক : ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ট্রফিটি পাওয়া যেকোনো খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিশেষ ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনে মিলে নিজেদের শোকেসে জমা করেছেন ১৩টি ট্রফি। এখন তাদের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দু’জন ইউরোপকে বিদায়ও জানিয়েছেন। একজন মাতাচ্ছেন সৌদি প্রো লিগ, আরেকজন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের এমএলএস। এদিকে ব্যালন ডি’অর ২০২৪ এর সেরা কোচের পুরস্কারের জন্য ৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে ফ্রান্স ফুটবল। এবারই প্রথম ব্যালন ডি’অর পুরস্কারে দুটি নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে, যার মধ্যে সেরা কোচ একটি। এই তালিকায় জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি, বেয়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসো এবং ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। এছাড়াও তালিকায় রয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং আটালান্টার জিয়ান পিয়েরো গ্যাস্পেরিনি।
রিয়াল কোচ আনচেলত্তির অধীনে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ ঘরে তোলে লস ব্লাঙ্কোসরা। এদিকে জাবি আলোনসোর হাত ধরে ইতিহাসের প্রথমবার লিগ শিরোপা জেতে বেয়ার লেভারকুসেন। আলোনসো থামায় জার্মানিতে বায়ার্নের ১১ বছরের রাজত্ব। লেভারকুসেন লিগে পুরো মৌসুম অপরাজিত থাকে। আর লেভারকুসেনের অপরাজিত যাত্রা থামায় ইতালির ক্লাব আটালান্টা। আর সেই ক্লাবের কোচ পিয়েরো গ্যাস্পেরিনিও বর্ষসেরা কোচের তালিকায় জায়গা করে নিয়েছেন। তার অধীনে ইউরোপা লিগের শিরোপা জেতে আটালান্টা। এদিকে গার্দিওলার কোচিংয়ে গত মৌসুমে ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি। স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতান দে লা ফুয়েন্তে। আর স্ক্যালোনির হাত ধরে কোপা আমেরিকার টানা দ্বিতীয় শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা।
আরও পড়ুনসেরা কোচদের তালিকা : কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ), জাবি আলোনসো (বেয়ার লেভারকুসেন), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা), জিয়ান পিয়েরো গ্যাস্পেরিনি (আটালান্টা)।
মন্তব্য করুন