ভিডিও

কানপুরে রাতভর বৃষ্টি, ম্যাচ শুরু হবে কখন ?

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১০:৩৪ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৩:৫১ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক: সকাল সকাল কানপুর থেকে এসেছে দুটি খবর। একটি ভালো ও একটি খারাপ। ভালো খবর হলো- সকালের কানপুরের আকাশ মেঘলা। কিন্তু বৃষ্টি হচ্ছে না। দুপুরের মধ্যে আবহাওয়ার আরও উন্নতি হতে পারে। আউটফিল্ড থেকে কভার সরানো হয়েছে। তিনজন মাঠকর্মী কাজ করছে।

অন্যদিকে খারাপ খবর হলো- রাতভর বৃষ্টি হয়েছে। মূল চত্বরটি এখনও ঢেকে রাখা রয়েছে। গ্রাউন্ড স্টাফরা মূল কভার থেকে পানি সরাতে স্পঞ্জ ব্যবহার করছেন। যার অর্থ হলো, খেলা শুরু হতে দেরি হচ্ছে।কানপুর থেকে তথ্য পাওয়া গেছে, সকাল ১০টায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। আর খেলা শুরু হতে পারে আধ ঘণ্টা পর। অর্থাৎ ১০টার খেলা শুরু হবে সাড়ে ১০টায়।এর আগে গতকাল শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। আর প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার।৩৫ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। খেলা শুরু হলে ব্যাটিংয়ে নামবেন অপরাজিত থাকা মুমিনুল হক ও মুশফিকুর রহিম।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS