ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ

আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), এমন কথা জানা গিয়েছিল আগেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদও সিরিজের কথা বলেছিলেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে রোববার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। এসিবি তাদের বিজ্ঞপ্তিতে জানায়, উভয় বোর্ডের শুধু ওডিআই সিরিজ খেলতে সম্মত হয়েছে, যা আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উভয় দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসিবি তাদের বিজ্ঞপ্তিতে আরও জানায়, চলতি বছরের জুলাই-আগস্টে আফগানিস্তানের ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ ছিল তিন ওয়ানডে, সমান সংখ্যক টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট। কিন্তু এসিবি সিরিজটি স্থগিত করে। সূচিতে প্রথম ওয়ানডে ম্যাচটি হবে আগামী ৬ নভেম্বর, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হবে ৯ নভেম্বর ও তৃতীয় ম্যাচটি হবে ১১ নভেম্বর। 

আরও পড়ুন

প্রসঙ্গত, নভেম্বর-ডিসেম্বরে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেই সফরের আগেই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার আগ্রহ দেখায় বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আসর, যার প্রস্তুতি হিসেবে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলতে চেয়েছিল বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে বাস উল্টে খাদে,আহত ২৩

জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সুশৃঙ্খল মানুষেরা সফল হয় কেন?

আওয়ামী লীগ এদেশে ভোটের গণহত্যা করেছিল: জামায়াত আমির

জাকেরকে নিয়ে যা জানালেন সালাউদ্দিন